শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা কবে? এনটিআরসিএ চেয়ারম্যান কী বলছেন...
শাকিল খান | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করা ২৬ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা চলতি মাসের শেষে নেয়া হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান জানান, পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি ভালো। বড় কোনো সমস্যা না হলে আশা করছি চলতি মাসের ২৪ অথবা ২৫ তারিখ মৌখিক পরীক্ষা শুরু করতে পারব।
গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন।
বিষয়: শিক্ষক নিবন্ধন পরীক্ষা চাকরি newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।