রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২০:০৪

শ্রম মন্ত্রণালয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ

গত মঙ্গলবার থেকে খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ে সরকারের মধ্যস্থতায় এ ঘোষণা দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং শ্রমিক ফেডারেশনের নেতারা।

১১ দফা দাবি আদায়ে গত ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।

এর আগে ১১ দফা দাবি নিয়ে মালিকদের সঙ্গে বৈঠকে করে শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের দাবিকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে প্রত্যাখান করেন মালিকরা।  এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহন বিঘ্ন সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আজকের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছিলেন।

এনএফ/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top