রাত পোহালে বির্সজন; মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ০০:০৮
নিজস্ব প্রতিবেদকঃ
রাত পোহালেই ভক্তদের কাঁদিয়ে কৈলাশে ফিরে যাবেন দেবী- দুর্গা। তাইতো ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপগুলোতে সন্ধ্যা নামতেই ভীড় বাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের।
রোববার (২৫ অক্টোবর, সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। এ দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ পরের দিন কেবল বিসর্জনের পর্ব। এদিন ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবি দূর্গা।
এদিকে, আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার দেবী এসেছিলেন দোলায় চড়ে এবং ফিরে যাবেন গজে চড়ে বলে জানান রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রঞ্জিত চক্রবর্তী ।
একটি সুন্দর প্রভাতে আবার সবাই যেন একত্রিত হতে পারি। বিভীষিকাময় করোনার হাত থেকে মা যেন সবাইকে রক্ষা করেন এই প্রত্যাশাই ছিল মায়ের কাছে বলে জানান রঞ্জিত।
তিনি আরো জানান এবার কিঞ্চিত পরিমাণে অশুভের আশংকা থাকলেও যুগে যুগে যেভাবে মা অশুভ শক্তির বিনাশ করেছেন, এবারও যেন সেভাবে অশুভ শক্তির বিনাশ করে সবাইকে সুখে-শান্তিতে বসবাস করার সুযোগ দেন এই প্রত্যাশাই ছিল মায়ের কাছে।
নবমীর রাত উৎসবের শেষ রাত বলে মণ্ডপে মণ্ডপে বাজে বিদায়ের ঘণ্টা । করোনা মহামারির সংক্রমণ এড়াতে এ বছর ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তবে করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী বছর আবার নতুন উৎসবে যোগ দেবে মায়ের ভক্তরা এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের।
এনএফ/এবিআর/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।