মাস্ক না পরায় শতাধিক ব্যক্তি আটক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ১৯:২৪

খুলনা থেকে:

মহামারী করোনার দ্বিতীয় ওয়েভ থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে খুলনায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৯ নভেম্বর) খুলনা সার্কিট হাউস রোড এলাকা থেকে অভিযান শুরু করা হয়।

খুলনা মহানগরীর ৪ টি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী’র নেতৃত্বে এ অভিযানে দুপুর ১২টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট জানান, করোনার দ্বিতীয় সংক্রমণ রোধ করতে এ অভিযান অব্যাহত থাকবে। এতে করে কিছুটা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেন তিনি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top