রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৮:১১

ঝিনাইদহ থেকে:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে তৌফিক নামে ১৮ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক উপজেলার কুল্লাগাছা গ্রামের লিটন মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানান, সকালে শিশুটির মা রান্না করছিলেন। সে সময় শিশুটি মায়ের পাশেই খেলছিল, কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশে পাশে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায়।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা সত্যতা নিশ্চিত করেছেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top