শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ই-অরেঞ্জের সোনিয়া ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২১, ০১:০০

ই-অরেঞ্জের সোনিয়া ৫ দিনের রিমান্ডে

গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে করা মামলায় প্রতিষ্ঠানটির মূল মালিক সোনিয়া মেহজাবিনসহ তিনজনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সোনিয়া মেহজাবিনের স্বামী মাসুকুর রহমান ও ই-অরেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আমানউল্লাহ চৌধুরী।

ই-অরেঞ্জের মালিকপক্ষ প্রতারণামূলকভাবে এক লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ এনে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থানায় তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক মামলাটি করেন।

মামলায় সোনিয়া, মাসুকুর, আমানউল্লাহ ছাড়াও মালিক বীথি আকতার, প্রধান প্রযুক্তি কর্মকর্তা কাওসার আহমেদসহ প্রতিষ্ঠানটির সব মালিককে আসামি করা হয়।

মামলা দায়েরের দিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সোনিয়া ও মাসুকুর। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপরদিকে এ মামলায় পলাতক রয়েছেন বীথি আকতার ও কাওসার আহমেদ।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top