রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে ফাঁসি কার্যকর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১২:২৫

গাজীপুর থেকে:

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুরের (৪৭) ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার(১ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার ফাঁসি কার্যকর করা হয়।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর জেলার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সায়েম জানান, ২০০৬ সালে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত ২০০৮ সালে আব্দুল গফুরকে মৃত্যুদন্ডাদেশ দেন। এরপর আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করলেও মৃত্যুদণ্ড বহাল থাকে। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলেও তা খারিজ হয়। পরে সব আইনি প্রক্রিয়া শেষে রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে আব্দুল গফুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসির পর লাশ নিহতের বড় ভাই আব্দুল ও হানিফের কাছে হস্তান্তর করা হয়েছে। সে সময় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারসহ ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল গফুর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ চরলরেন্স এলাকার মৃত শামসুল হক বাঘার ছেলে। সে ২০০৬ সালে পাঁচ মাসের গর্ভবতী স্ত্রী এবং দুই বছরের মেয়ে শিশুকে হত্যা করে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top