চা-বাগানে মানা হয় না মজুরি আইন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ২২:৫৭
দেশের শীর্ষ অর্থনীতিবিদদেরা বলেছেন, চা-শ্রমিকদের ক্ষেত্রে ন্যূনতম মজুরির বিধান মানা হচ্ছে না। তারা মনে করেন এ শিল্পের স্বার্থেই চা-শ্রমিকদের মজুরি বাড়ানো দরকার।
রবিবার (৪ অক্টোবর) চা-শ্রমিকদের মজুরি: বর্তমান কাঠামো ও চলমান চ্যালেঞ্জ শীর্ষক এক অনলাইন সেমিনারে অর্থনীতিবিদেরা এ কথা বলেন।
সেমিনারে দেশের শীর্ষ পর্যায়ের তিন অর্থনীতিবিদ উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন।
অনুষ্ঠানে চা-শ্রমিক ইউনিয়নের নেতা ও আইনজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে বলা হয়, চা-বাগানে শ্রমিকেরা দৈনিক ও মাসিক মজুরির ভিত্তিতে কাজ করেন। চা-শ্রমিকেরা এখন দৈনিক ১২০ টাকা মজুরি পান। সরকারের এ বছরের সর্বশেষ মজুরিবিষয়ক প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ৫০০ টাকা হতে হবে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।