বিচারক কামরুন্নাহারের ক্ষমতা প্রত্যাহার, এজলাসে না বসার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ০১:৪৬
ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নেওয়া সংক্রান্ত বিচারিক আদালতের পর্যবেক্ষণের জেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক বেগম মোসা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এই বিচারককে আর আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বেগম মোসা. কামরুন্নাহারের ফৌজদারী বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে এক পর্যবেক্ষণ দেন ওই বিচারক। পর্যবেক্ষণে তিনি বলেন, ৭২ ঘণ্টা বা এর একটু কম সময় পার হলে ধর্ষণের আলামত পাওয়া যায় না। এরকম হলে পুলিশকে মামলা না নেওয়ার পরামর্শ দেন তিনি। ধর্ষণ মামলার রায়ের পর থেকেই সমালোচনায় মুখর গোটা দেশ।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।