জাপানি দুই শিশুর অভিভাবকত্বের মামলার রায় কাল

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০৫:১৫

জাপানি দুই শিশুর অভিভাবকত্বের মামলার রায় কাল

আলোচনায় আসা জাপানি দুই শিশুর বিষয়ে ২১ নভেম্বর (রোববার) বিকেলে চূড়ান্ত রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দু’দেশের দুইজন নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাংলাদেশের উচ্চআদালতে এটাই প্রথম রায় হতে যাচ্ছে বলে জানা গেছে।

শনিবার (২০ নভেম্বর) প্রকাশিত সংশ্লিষ্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় রাখা হয়েছে মামলাটি। জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছে থাকবেন নাকি মা নাকানো এরিকোর সঙ্গে জাপানে চলে যাবেন সেই বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

জাপানি নাগরিক নাকানো এরিকোর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, ‌‘জাপানি দুই শিশুর জিম্মা নিয়ে রোববার বিকেল সাড়ে ৩টায় হাইকোর্ট রায় ঘোষণা করবেন। ভিন্ন দুই দেশের নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে এটাই বাংলাদেশের আদালতে প্রথম রায় হতে যাচ্ছে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top