শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ফৌজদারি মামলা পরিচালনায় উপযুক্ত নন বিচারক কামরুন্নাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০১:৩৬

ফৌজদারি মামলা পরিচালনায় উপযুক্ত নন বিচারক কামরুন্নাহার

ধর্ষণের একটি মামলায় এক আসামির জামিন মঞ্জুর করে বিচারক মোছা. কামরুন্নাহার আপিল বিভাগের আদেশ লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ে।

সোমবার (২২ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। বুধবার (২৪ নভেম্বর) রায়ের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়ে আপিল বিভাগ বলেছেন, তিনি কোনো ধরনের ফৌজদারি বিষয় পরিচালনার জন্য উপযুক্ত নন। এরপর সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ও রায়ের পর্যবেক্ষণ দেওয়া বিচারক কামরুন্নাহারের বিচারিক (ফৌজদারি) ক্ষমতা কেড়ে নেন।

এদিকে, বিচারক কামরুন্নাহারের ঘোষণা করা রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার মামলায় রায় ও রায়ের পর্যবেক্ষণ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নির্দেশ দেন তাকে আদালতে না বসতে। একই সঙ্গে বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top