বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মিজানের ৩ ও বাছিরের ৮ বছরের কারাদণ্ড

মুনাজ | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫০

মিজানের ৩ ও বাছিরের ৮ বছরের কারাদণ্ড

ঘুষ লেনদেন ও সম্পদের তথ্য গোপনের মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছরের ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৮ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এর আগে ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন শেখ মো. ফানাফিল্যা। এর পর ডিআইজি মিজানুর রহমান ও খন্দকার এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

২০২০ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত। চলতি বছরের ২৪ জানুয়ারি যুক্তি উপস্থাপন শেষ হয়। ১০ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণার জন্য ২৩ ফেব্রুযারি দিন ধার্য করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top