শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০২:১১

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৩১ মার্চ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

এ দিন সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৭ মার্চ সম্রাটের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আজ আদালত জামিন আবেদনের ওপর শুনানির জন্যও ৩১ মার্চ দিন ধার্য করেছেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top