রাজধানীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৩২
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেছেন আদালত।
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ। এর আগে, ২০১৪ সাল থেকে ২১ সাল পর্যন্ত তিনদফা অটোরিকশা বন্ধে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এছাড়া অটোরকিশার আমদানী বন্ধেরও নির্দেশ দেয় আদালত। এই আদেশ বহাল রেখে আপিল বিভাগও পরে দেশের সর্বত্র ব্যটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি।
সম্প্রতি রাজধানীজুরে এগুলোর চলাচল ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আগে এগুলো বিভিন্ন অলিগলিতে চলাচল করলেও এখন মূল সড়কে উঠে আসছে। এতে সড়ক দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ঢাকার দুই সিটি করপোরেশন বেশ কয়েকবার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও তেমন লাভ হয়নি। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ বাহনটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।