সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা, আদালতে বিজয় মিছিল

রাজীব রায়হান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৬:১৪

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেছেন বিএনপির এ নেতা। 

২০২০ সালের ৩ মার্চ। ভোটে অনিয়ম, দুর্নীতি, কারচুপি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ আনেন ইশরাক হোসেন। ডিএনসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক এ মামলা করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই সিটিতেই মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের দুই প্রার্থী। এর মধ্যে ঢাকা উত্তরে মেয়র হন আতিকুল ইসলাম। আর দক্ষিণে মেয়র হন শেখ ফজলে নূর তাপস।

ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপির দুই প্রার্থী। দলটির পরাজিত দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। তারা সংবাদ সম্মেলনে সিটি ভোটের ফলাফল বাতিল করে আবারও নির্বাচনের দাবি জানান। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top