মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এবার মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসবে না: হাইকোর্ট

Nasir Uddin | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৮

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৮ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদেশে উল্লেখ করা হয়, পরিবেশ, জনদুর্ভোগ ও এলাকাবাসীর স্বার্থ বিবেচনায় নিয়ে মেরাদিয়া এলাকায় পশুর হাট বসানোর অনুমতি দেওয়া অনুচিত। ফলে চলতি বছর ওই এলাকায় হাট বসানো যাবে না।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়ে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্ট ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন।

রিটে এলাকাবাসীর পক্ষে যুক্ত থাকা আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী একটি পূর্ণাঙ্গ আবাসিক এলাকা। কিন্তু প্রতিবছর মেরাদিয়ায় হাট বসালে তা পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। এ কারণেই এলাকাবাসীর স্বার্থে এই রিট আবেদন করা হয়েছিল বলেও জানান তিনি।

আইনজীবী ব্যারিস্টার খন্দকার খুররম জাহ মুরাদ জানান, আবাসিক এলাকায় গরুর হাট বসানো যায় না। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। এ নিয়ে রিটের পর সোমবার হাইকোর্ট মেরাদিয়া বাজারের পূর্বপাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রুল জারি করেছেন।

রুলে ঈদুল আযহা-২০২৫ এ ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় পশুর হাট বসানো কেন বেআইনি হবে না এবং বিজ্ঞপ্তি থেকে কেন নয় নম্বর কলাম সরানোর নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং খিলগাঁও থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top