লোকমান ভূঁইয়ার জামিন বাতিলে হাইকোর্টে রুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ২০:৪২
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
ঢাকা মহানগর বিশেষ জজ আদালত গত বছরের ১৮ মার্চ লোকমান ভূঁইয়াকে জামিন দেন। পরদিন ১৯ মার্চ কারাগার থেকে মুক্তি পান লোকমান ভূঁইয়া। এ অবস্থায় ওই জামিন স্থগিত করতে হাইকোর্টে আবেদন করে দুদক।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করে র্যাপিড অ্যাকশন (র্যাব)। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর মোহামেডান ক্লাবেও অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর একই বছরের ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রথমে মাদক ও পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: লোকমান ভূঁইয়া হাইকোর্টে রুল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।