প্রিন্স মামুনকে ভাটারায় ফের গ্রেফতার, মামলা চলমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১২:৪২

ছবি: সংগৃহীত

দেশের পরিচিত টিকটকার প্রিন্স মামুন, বা আব্দুল্লাহ আল মামুনকে রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। ভাটারা থানার ইনচার্জ রাকিবুল হাসান জানিয়েছেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বছর জুনে ধর্ষণের মামলায় তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গ্রেফতার করা হয়েছিল। মামলাটি দায়ের করেছিলেন লায়লা আখতার ফারহাদ। লায়লা জানিয়েছেন, ‘মামুন গ্রেফতার হয়েছে এটি সত্য, তবে কোন মামলায় তা আমি নিশ্চিত নই। তার বিরুদ্ধে অনেক মামলা চলছে।’

প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও ছিল। তবে ট্রাইব্যুনাল পরে এই মামলা খারিজ করে দেয়।

বিচারক নুরে আলমের আদালতে ১৩ জুলাই এই আদেশ ঘোষণা করা হয়। কারণ, নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি হওয়ায় অভিযোগ সংক্রান্ত ধারা আর বিদ্যমান নেই। অতএব, প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা খারিজ হলেও তার গ্রেফতার ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য আইনি কার্যক্রম এখনও চলমান।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top