মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার রিভিউ শুনানি শেষ, সিদ্ধান্ত বুধবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১৬:০৩

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার রিভিউ শুনানি শেষ হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলাম, সুজনসহ আরও কয়েকটি দলের আবেদন নিয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বুধবার, ২৭ আগস্ট।

মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে বেঞ্চ রিভিউ আবেদনের ওপর আলোচনা করেছেন। এই রিভিউ চাওয়া হয়েছে ২০১১ সালের ১০ মে ঘোষিত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৯৬ সালে। ২০০৪ সালে হাইকোর্ট এই ব্যবস্থা বৈধ ঘোষণা করেছিল। এরপর ২০১১ সালে আপিল বিভাগ সাত বিচারপতির সংখ্যাগরিষ্ঠ রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে।

রায়ের ধারাবাহিকতায় পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়। ২০২৩ সালের সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও দল এই রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেন। বুধবার রিভিউ শুনানিতে তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top