আল জাজিরার সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩৫

আলজাজিরার সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার রায় আজ

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রতিবেদন প্রচারের ঘটনায় আল জাজিরার তথ্যচিত্রের কথিত সায়ের জুলকারনাইন ওরফে সামিসহ চার জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় আজ ১৮ ফেব্রুয়ারি আদেশ দেওয়া হবে।

গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) এর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ঠিক করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলাটি করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক।

মামলার অপর আসামিরা হলেন- আলজাজিরার এডিটর জেনারেল মোস্তেফা স্যোউগ, তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।

এজাহারে বলা হয়, সরকার ও সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করতেই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। যাতে সহযোগিতা করেছেন সামি, সাংবাদিক ডেভিড বার্গম্যান, তাসনিম খলিল ও চ্যানেলটির ডিরেক্টর জেনারেল মোস্তফা স্যোউগ।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, 'প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।' তিনি আরো বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪-এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন করা হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top