শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দণ্ডের বিরুদ্ধে হাজি সেলিমের আপিলের রায় পড়া শুরু

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ২০:৩৮

দণ্ডের বিরুদ্ধে হাজি সেলিমের আপিলের রায় পড়া শুরু

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেয়া ১৩ বছরের সাজার বিরুদ্ধে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের মামলার আপিলের রায় পড়া শুরু হয়েছে।

মঙ্গলবার (০৯ মার্চ) সকাল ১০টা ৫৫ মিনিটে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী রায় পড়ছেন।


রায় ঘোষণার জন্য হাজী সেলিমের আপিল মামলাটি আদালতের এদিনের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছিল। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি হাজী সেলিমের ১৩ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শেষে রায়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top