আংশিক টাকা ফেরত পাবে এইচএসসির শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১২:৪৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ এর কারনে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের আংশিক টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

তিনি জানান, পরীক্ষার উদ্দেশ্যে যেসব খাতে টাকা খরচ হয়নি সে খাত থেকে টাকা ফেরত দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্র ফি থেকে কিছু অংশ, ইনভিজিলেটর ফি, ব্যবহারিক পরীক্ষার ফি থেকে শিক্ষার্থীরা অর্থ ফেরত পাবে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে গত ৭ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top