দেশে করোনা পরিস্থিতি

করোনায় আরও ১৮৫ মৃত্যু, কম পরীক্ষা কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ০১:৫৩

করোনায় আরও ১৮৫ মৃত্যু, কম পরীক্ষা কমেছে শনাক্ত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কয়েকদিরে তুলনায় কিছুটা কমেছে। উল্লেখিত সময়ে এক শিশুসহ মারা গেছেন ১৮৫ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু ১৬ হাজার ১৮৯ জনের।

এদিকে গত এক দিনে কম নমুনা পরীক্ষায় কমেছে শনাক্তের সংখ্যাও। উল্লেখিত সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন।

শনিবার (১০ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৮ হাজার ৭৭২ জন, যাতে শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। শুক্রবার পরীক্ষা করা হয় ৩৬ হাজার ৫৮৬টি নমুনা, যাতে শনাক্ত হন১১ হাজার ৩২৪ জন। শনাক্তের হার ছিল ৩০.৯৫ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন। এ পর্যন্ত মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১২১ জন পুরুষ এবং ৬৪ জন নারী। নতুন মৃতদের মধ্যে ৭০ জনই ঢাকার। এছাড়া চট্টগ্রামে ২০, রাজশাহীতে ১৩, খুলনায় ৫১, বরিশালে ১০, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯২ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫১ জন, ৪১ থেকে ৫০ বছরের ২২ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৫ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও শূন্য থেকে ১০ বছরের একজন রয়েছেন। এ নিয়ে দেশে করোনার মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১৮৯ জনে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top