কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৮৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০৫:৩৬

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৮৩

করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে (শনিবার) রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হইয়েছে তাঁদের।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিধিনিষেধ ভঙ্গ করায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেন।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪৪১ গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top