১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ২০:৫৫

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রকোপ বাড়ার আশঙ্কায় ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, সবার স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনায় নিয়ে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি আরোও বলেন, এই সময়ের মধ্যে বিভিন্ন বিষয় আরও পর্যালোচনা করে দেখছি যাতে সীমিত পরিসরে কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কি না। আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আশা করছি আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে চেষ্টা করে দেখব পরিস্থিতি যদি অনুকূলে হয়, আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার চেষ্টা করতে পারি।

কিন্তু সব কিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতি কেমন হয় তার ওপর। আমরা দেখছি যে বিশ্বজুড়ে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানেও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, করোনার মহামারীর প্রকোপ বাড়ার কারনে গত ১৭ মার্চ থেকে কওমি মাদ্রাসা বাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল।

এনএফ৭১/জেএস/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top