মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সিলেবাস প্রকাশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৭:৫০

নিজস্ব প্রতিবেদকঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশি’র ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। যা কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে।

মাউশি সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস প্রস্তুত করার পর তারা এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় থেকে এই সিলেবাস সংশ্লিষ্ট অধিদফতরে পাঠানো হয়।

সূত্র জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস পাঠানো হবে। আগামী ১ নভেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান সম্পন্ন করবে।

তবে এই সিলেবাস শুধুমাত্র শিক্ষার্থীদের শিখন এবং পরবর্তী ক্লাসের প্রয়োজনীয়তার ওপর নির্ভর  করে তৈরি করা হয়েছে। মাউশির ওয়েবসাইটের এই লিংকে  dshe.gob.bd  সিলেবাস পাওয়া যাবে বলে জানান মাউশি’র কর্মকর্তারা।

এনএফ৭১/এবিআর/এমকে/২০২০

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top