নিবন্ধনের সুযোগ পাচ্ছেন ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ২৩:১০
করোনা টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা। কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রীদের নিবন্ধনের জন্য খোলা হয়েছে নতুন একটি অপশন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকেই সুরক্ষা অ্যাপে চালু হয়ে গেছে নতুন এই এই অপশনটি। সাধারণ মানুষের জন্য ২৫ বা তদূর্ধ্বই আছে এখনও। তবে শিক্ষার্থীদের জন্য এটা ১৮ বছর বা তার ঊর্ধ্বে করা হয়েছে।
দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স সর্বনিম্ন বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। নিবন্ধন কম হওয়ায় পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়।গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।