রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দেড় মাস পর দেশে করোনায় মৃত্যু দেড়শর নিচে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ০২:৪৬

দেড় মাস পর দেশে করোনায় মৃত্যু দেড়শর নিচে

দেশে করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৪৫ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ছাড়াল ২৫ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৭৭ জন ও নারী ৬৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৩ জনে। দেশে করোনা শনাক্তের পর এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৭২ শতাংশ।

একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে দেশে করোনায় সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রামে ৪৩ জন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় ১৫ জন, বরিশালে চারজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে সাতজন করে মৃত্যু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top