ভারতের ফ্লাইটে অনুমতি মেলেনি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ২৩:৫৪
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে এয়ার বাবল চুক্তির আওতায় ভারতে ফ্লাইট চালুর কথা উঠলেও এ ব্যাপারে এখনও কোনো এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হয়নি। তবে সব এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর প্রস্তুতি রাখতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান রবিবার (২২ আগস্ট) সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর ব্যাপারে ভারত এরই মধ্যে আগ্রহ প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছে। আমরাও আগ্রহ প্রকাশ করে করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনাসহ কিছু শর্তের কথা জানিয়েছি। তারা এখনও সেই বিষয়ে কিছু জানায়নি।"
তবে দুই দেশ শর্ত সাপেক্ষে ফ্লাইট পরিচালনাসহ সার্বিক বিষয়ে একমত হলে সহসাই বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের তিনি আরও জানান, “বেবিচক এখনও কোনো এয়ারলাইন্সকে ভারতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি, এমনকি ফ্লাইট চালু কবে হচ্ছে সেটাও জানায়নি। তবে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তারা যেন ভারতে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে রাখে। যে এয়ারলাইন্স অনুমতি পাওয়ার আগেই ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে, তারা ঠিক করেনি।”
এর আগে, গত ১৭ অগাস্ট এয়ার বাবল চুক্তির আওতায় শুক্রবার থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হবে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন।
পরদিন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এয়ার বাবল চুক্তির আওতায় রবিবার থেকে ঢাকা-দিল্লি রুটে রবি ও বুধবার তারা ফ্লাইট পরিচালনা করবে। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে তারা সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ফ্লাইট চালু হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিলে ভারতে মহামারি পরিস্থিতির অবনতি ঘটায় বিশেষ ব্যবস্থার ওই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
এনএফ৭১/২০২১
বিষয়: ভারতে ফ্লাইট করোনাভাইরাস এয়ার বাবল চুক্তি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।