রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

চলে গেলেন কবি-সাংবাদিক আবুল হাসনাত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ১২:০৯

নিজস্ব প্রতিবেদক:

কবি ও সাংবাদিক আবুল হাসনাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (০১ নভেম্বর) সকাল আটটায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আবুল হাসনাত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্ম নেন। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেন। আমৃত্যু তিনি সাহিত্যপত্রিকা কালি ও কলমের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আবুল হাসনাত ‘মাহমুদ আল জামান’ ছন্মনামেও লেখালেখি করতেন। তার লেখা অনেক কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ, শিশু ও কিশোরদের নিয়ে রচিত গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তিনি ১৯৮২ সালে টুকু ও সমুদ্রের গল্পের জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। এছাড়া ২০১৪ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো অর্জন করেন।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top