দেশে করোনা পরিস্থিতি
স্কুলের শিক্ষার্থীরাও টিকার আওতায় আসছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৯
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, স্কুলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মহাখালী স্বাস্থ্য ভবনের নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, শিক্ষকদের টিকা দেয়া মোটামুটি শেষ। বাকিদের টিকার আওতায় আনতে পারলে হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যাবে। এ ব্যাপারে মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক পর সিদ্ধান্ত হবে।
এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকটি ঐ দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা, সেটি নিয়েও আলোচনা হবে। পাশাপাশি স্কুল-কলেজ খোলার পর কী কী করণীয় হবে সেসব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে জাতীয় পরামর্শক কমিটি মতামত দিয়েছে। বর্তমানে এ হার ১২ শতাংশে নেমেছে। কয়েকদিনের মধ্যে তা ১০ শতাংশে নেমে যাবে।
এনএফ৭১/কেবিএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।