রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মাস্ক ছাড়া মিলবে না কোনও সার্ভিস: দোকান মালিক সমিতি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ১৭:২৭

নিজস্ব প্রতিবেদক:

মাস্ক ছাড়া দোকানপাট, মার্কেট, বিপণিবিতানে ক্রেতাদের রোববার (১ নভেম্বর) থেকে প্রবেশ করতে দেয়া হবে না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রোববার(১ নভেম্বর) দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনে, বিপণিবিতান আর শপিংমলে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, মাস্ক ছাড়া বিপণিবিতানে এলে কোনও সেবা দেয়া হবে না।

গত সপ্তাহে মন্ত্রিসভায় নির্দেশনা দেয়া হয়, মাস্ক ছাড়া সরকারি বেসরকারি কোনও সেবাই দেয়া হবে না। এ নির্দেশনার আওতায় আছে অফিস, হাটবাজার, শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সম্মেলন। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে এমন সব স্থানেই চলছে কড়াকড়ি আরোপের প্রস্তুতি।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top