বিশ্ব নৌ-দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:০০
৩০ সেপ্টেম্বর, বিশ্ব নৌ-দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও উদযাপন হচ্ছে দিবসটি। বিশ্ব নৌ-সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ‘বিশ্ব নৌ-দিবস, ২০২১’ উদযাপন করবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে- ‘নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান (সিফারার্স: অ্যাট দ্য কোর অব শিপিংস ফিউচার)”। দিবসটি উদযাপন উপলক্ষে নৌপরিবহন অধিদফতর আয়োজন করেছে একটি সেমিনার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় সেমিনারটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উল্লেখ্য, বিশ্ব অর্থনীতিতে নৌ-খাতের অবদান তুলে ধরতে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক নৌ-সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য দেশগুলো বিশ্ব নৌ-দিবস পালন করে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।