দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল নির্মাণের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ০০:০০

দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল নির্মাণের পরিকল্পনা সরকারেরঃ ওবায়দুল কাদের

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব‌্যবস্থা সহজ করতে দৌলতদিয়া-পাটুরিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতুর জায়গায় আন্ডারপাস বা টানেল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর যে দাবি উঠেছে, সেটি বিবেচনায় নিয়ে সরকার নদীর নাব‌্যতা কি হবে তা আগে পরীক্ষা-নিরীক্ষা করছে। সরকার সেখানে আন্ডারপাস বা টানেল নির্মাণের পরিকল্পনা করছে। এখন থেকে সরকার সেতুর পরিবর্তে টানেলের দিকে নজর দিচ্ছে বলেও জানান তিনি।

তিনি আর বলেন, নদী বাঁচাতে হবে, তা না হলে শ‌্যামল বাংলাদেশ থাকবে না। এত ব্রিজ করার দরকার কি? পদ্মা সেতু একটা হয়েছে, এখন দাবি উঠেছে দৌলতদিয়া আরেকটি সেতু। দুটি সেতু হলে নদীর নাব‌্যতা কি হবে? এটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করছি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top