শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ২২:০৫

ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে অভিযান

ডিমওয়ালা মা ইলিশ রক্ষার্থে বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (৪ অক্টোবর) ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা এই অভিযানে সহায়তা করেন।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৩ অক্টোবর দিবাগত মধ্য রাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ নদ-নদীতে মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে সোমবার অভিযান শুরু হয়েছে এবং আইন ভঙ্গকারীদের জেলা জরিমানার বিধান রয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top