সিনহাসহ ১১ জনের অর্থ আত্মসাতের মামলার রায় পেছালো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ১৯:৫২
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। ২১ অক্টোবর রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ দিন ধার্য করেন। এর আগে ১৪ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত।
এদিকে, ২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন সাত আসামি এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। মামলার আসামিদের মধ্যে মাহবুবুল হক চিশতী কারাগারে রয়েছেন। আর বাকি ছয়জন জামিনে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ জুলাই ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। একই বছরের ৯ ডিসেম্বর মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন দুদক পরিচালক বেনজীর আহমেদ।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।