নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছে জেলেরা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ১৩:৩২
চাঁদপুর থেকে:
মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিন নিষেধাজ্ঞা শেষে বুধবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন জেলার নদ-নদীতে ইলিশ শিকারে নেমেছেন কয়েক হাজার জেলেরা।
চাঁদপুর ইলিশ গবেষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান জানান, আশ্বিনের আগে ও পরে নিরাপদে ডিম ছাড়ার জন্য সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ছুটে আসে নদীতে । আর এ কারণেই বছরের এই সময় মা ইলিশ রক্ষায় নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়।
চাঁদপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি বলেন, আবহাওয়া ভালো থাকায় মধ্যরাত থেকেই মাছধরা ট্রলারগুলো ইলিশের সন্ধানে যাওয়া শুরু করেছে। আশা করছি এবার পর্যপ্ত ইলিশ ধরা পড়বে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।