রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানোর প্রস্তুতি চলছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০, ১৩:২৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বসবে পদ্মা সেতুর ৩৬ তম স্প্যান অন্যথায় বসবে শুক্রবার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে যাওয়া হবে। নির্ধারিত পিলারের কাছে পৌছালে আবহাওয়াসহ সবকিছু অনুকুলে থাকলে বসবে স্প্যান। আর এর মধ্যদিয়েই দৃশ্যমান হবে সেতুর ৫৪০০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ৫ কিলোমিটার সেতু। নদীর মাওয়া প্রান্তের সবচেয়ে কাছে ২ ও ৩ নম্বর পিলারের উপর বসানো হবে এ স্প্যনটি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুর কাদের জানান, ৩৬তম স্প্যানটি বসানো হলে পদ্মা সেতুর ৫৪০০ মিটার দৃশ্যমান হবে। এর আগে অক্টোবর মাসের ১১ তারিখ ৩২তম স্প্যান, ১৯ তারিখ ৩৩তম স্প্যান, ২৫ তারিখ ৩৪তম স্প্যান ও ৩১ তারিখ ৩৫তম স্প্যান বসানো হয়েছে। নভেম্বর মাসেও ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top