সেরামের টিকা পাচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ২৩:৪৭
অবশেষে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বাংলাদেশে টিকা পাঠানোর অনুমতি পেয়েছে। এছাড়াও সেরামকে ইরান ও যুক্তরাজ্যে টিকা পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির ওষুধ প্রশাসন।
বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বাংলাদেশে দশ লাখ ডোজ টিকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে তিন কোটি ডোজের সমপরিমাণ কোভিশিল্ড রপ্তানিরও অনুমতি পেয়েছে সেরাম। এছাড়া টিকা উৎপাদনকারী আরেক কোম্পানি ভারত বায়োটেককে ইরানে ১০ লাখ ডোজ কোভ্যাক্সিন রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ৩ কোটি ডোজ ‘কোভিশিল্ডের’ চুক্তি থাকলেও মার্চে ভারতে মহামারি চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।