মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ২০:৩০

জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এই সফরে তার সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, বার্লিনের চ্যারিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে ভুগছেন গ্লুকোমায়। যে কারণে নিয়মিত চিকিৎসায় যেতে হয় তাকে। রাষ্ট্রপতি হওয়ার পরও কয়েকবার লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top