আইসিইউতে ভর্তি এ কে খন্দকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০২:১৭

আইসিইউতে ভর্তি এ কে খন্দকার

গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতলের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধের উপ সেনাপতি ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় আইসিইউতে।

এখন শ্বাসকষ্ট না থাকলেও এ কে খন্দকারের অবস্থা খুব একটা ভাল না বলে জানান তার স্ত্রী। তিনি আরও বলেন, উনার (এ কে খন্দকারের) ফুসফুসে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top