রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় শনাক্ত কমলেও, বাড়ছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৬:১৬

করোনায় শনাক্ত কমলেও, বাড়ছে মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে আরও আটজনের। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৬৬ জন। যা গত দেড় বছরে সর্বনিম্ন। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮১ জন।

শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৬২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জনে।

এদিকে ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ২৪০ জনের নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top