শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৭:৫২

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সময় শেষ হওয়ার দুদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হলো।

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে বলে আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এদিকে, করোনাভাইরাস মহামারির মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নিচ্ছে না সরকার। এছাড়া অষ্টম শ্রেণীর সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনএফ৭১/কেবিএ/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top