২৪ ফেব্রুয়ারির মধ্যে টিকা পাবে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০৪:১০

২৪ ফেব্রুয়ারির মধ্যে টিকা পাবে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী

২৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত এ তথ্য জানিয়ে বলেছেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। সরকারের এই কাজে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করছি। ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকারের।

তিনি বলেন, রাজধানীর মিরপুর এলাকার পাঁচটি কেন্দ্রে দেওয়া হবে এসব টিকা। শনিবার সকাল ১০টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে, ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা এলাকায় ৩ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top