জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মে ২০২২, ২১:৩৪
মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদযাপনে দিনের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
নামাজ শেষে মুসলিম উম্মা, দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রধান বিচারপতি, ধর্ম প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের প্রধান জামাতে শরিক হওয়ার জন্য ছুটে আসেন জাতীয় ঈদগাহে। নামাজ আদায়ের জন্য সকাল ৭টা থেকে থেকে জায়নামাজ হাতে ঈদগাহে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। দুই বছর পর এবার তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করলেন। এবার স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিধিনিষেধ না থাকলেও নামাজে আসা অনেকের মুখেই মাস্ক দেখা যায়।
এসএফ৭১/এমএ/২০২২
বিষয়: ঈদগাহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।