এবার ভার্চুয়ালি হবে অমর একুশে বইমেলা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বিগত বছরের মতো বাংলা একাডেমির প্রাঙ্গণজুড়ে আয়োজিত হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। তবে পাঠক ও প্রকাশকদের হতাশ না করতে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড.জালাল ফিরোজ।
তিনি জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে।
আপাতত পাঠক ও প্রকাশকদের হতাশ না করতে এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি আয়োজনের উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। তবে সে আয়োজন কেমন বা কিভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি বাংলা একাডেমির পক্ষ থেকে।
অন্যদিকে, একুশে গ্রন্থমেলা আয়োজন স্থগিতের ব্যাপারে কিছুই জানে না প্রকাশক ও প্রকাশনী সংস্থাগুলো। এব্যাপারে সময় প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ জানান, অমর গ্রন্থমেলার আয়োজন স্থগিত করা কিংবা কিভাবে আয়োজন করা হবে সে ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে ভার্চুয়ালি যদি অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।