সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:১১
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৩ ডিসেম্বর) সকালে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন কারীদের সনদ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে তবে, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবেলা করতে সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা।
দিক নির্দেশনামুলক বক্তব্যে আত্মপ্রত্যয়ী হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী সুনাম কুড়িয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের পাশে থেকে মানবসেবা করতে হবে।
করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় বিভিন্ন বাহিনীর ৫৭ জন ও ২৫ জন বিদেশী প্রশিক্ষনার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে তাদের হাতে সনদ তুলে দেয়।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।