• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


৫-১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২২, ২২:৩১

শিশুদের করোনার টিকাদান

এই কার্যক্রমের আওতায় প্রথমে দেশের ১২টি সিটি করপোরেশনের বিদ্যালয়ের শিশুদের টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে কার্যকর করা হবে।

ইতোমধ্যে টিকা দেওয়ার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সকালে, নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

টিকা পরবর্তী সময়ে শিশুরা যাতে কোনও ধরনের শারীরিক সমস্যায় না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে পরীক্ষামূলকভাবে যে শিশুদের এ টিকা দেওয়া হয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি।

করোনার টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের অনেকেই জ্বর-শরীর ব্যথায় ভুগেছেন। তাই শিশুদের ক্ষেত্রে করোনার টিকা কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা টিকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নেই। দেশে পরীক্ষামূলকভাবে যেসব শিশুকে এ টিকা দেওয়া হয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি।

মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সম্মানিত সচিব এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি ডা. বিল্লাল আলম বলেন, পাইলটিং করেই ৫ থেকে ১১ বছর বয়সি শিশুর করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের পরীক্ষামূলক দেওয়া হয়েছে তারা ভালো আছে, তাদের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে। সুতরাং শিশুদের টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

শিশুদের কোভিড টিকা নেওয়ার উপকারিতা নিয়ে বারডেম হাসপাতালের অধ্যাপক ও শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান আবিদ হোসেন মোল্লা বলেন, করোনার টিকা শিশুদের কোভিডের সংক্রমণ ও কোভিডে আক্রান্ত শিশুদের দ্রুত মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকিসহ নানা রকম জটিলতা এবং কোভিডপরবর্তী স্বাস্থ্য সমস্যা কমিয়ে দিতে সাহায্য করবে।

তিনি বলেন, যেসব শিশুর আগে থেকেই স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি, ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদি থাকে, তাদের জন্য কোভিড টিকা নেওয়া খুবই জরুরি। কারণ কোভিড সংক্রমণ হলে তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি।

করোনা সংক্রমণ প্রতিরোধে ৫-১১ বছর বয়সি সব শিশুকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের যে সব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে

১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
২. উত্তরা গার্লস হাই স্কুল, উত্তরা
৩. পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৪. সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৫. আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয়, মহাখালী
৬. মহাখালী আবদুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৮. কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস
৯. বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর
১০. বটমলি হোম বালিকা বিদ্যালয়, তেজগাঁও
১১. কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস
১২. দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
১৩. ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
১৪. ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলশান
১৫. সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড্ডা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে

১. নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাবি
২. বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গভবন
৩. খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগাঁও
৪. আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর
৫. সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৬. করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৭. মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল

আগামী ২৮ আগস্ট দক্ষিণ সিটিতে যে সব কেন্দ্রে টিকা দেওয়া হবে:

১. ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানমন্ডি
২. ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাপুল
৩. হাজারিবাগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ
৪. হাজারিবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ
৫. মাহুতটুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৬. ওয়ারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারি
৭. খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top