অক্টোবর বা নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতি আরো ভালো হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০৩
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বৈশ্বিক তৈরী পরিবেশের জন্য সারা বিশ্বেই জ্বালানির বাজারে অস্থিরতা বিদ্যমান। বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যাচ্ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তা বাধাগ্রস্থ করেছে। আগামী মাস বা তার পরের মাসে আরো ভালো অবস্থায় যাবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চুক্তিটির আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জলকারি এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে চীনা কোম্পানি ইউ এন্ড ডি গ্রুপ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বহুমুখী উৎসের মাধ্যমে নবায়ণযোগ্য জ্বালানির ব্যাপ্তি বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। সৌর, বায়ু, পানি, বা বর্জ্য নিয়ে গবেষণা চলছে। হাইড্রোজেন ফুয়েলও আমাদের পরিকল্পনায় রয়েছে। ইলেকট্রিক যানবাহনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা চার্জিং গাইডলাইন তৈরি করে ফেলেছি। ইঞ্জিনের দক্ষতা বেশি হওয়ায় সাশ্রয়ীভাবে ইলেকট্রিক যান পরিচালনা করা সম্ভব। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বেই সংকট চলছে। বিশ্বের অনেক দেশ ভীষণ কষ্ট করছে, আমরাও কষ্টে আছি। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পীড়া দিচ্ছে। কেউ চায় না দুর্ভোগ বাড়াতে। আমাদের মূল্যস্ফীতি ৮ শতাংশ। বিশ্বে অনেক দেশে তা ২০ শতাংশ। আমরা অনেকের চেয়ে ভালো আছি। আর কয়েকটা মাস ধৈর্য্য ধরুন। সব ঠিক হয়ে যাবে।
বিষয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।