টিআইবি রিপোর্টে প্রকাশ: পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১৭:৩৯

নতুন বাংলাদেশের পথে এগোচ্ছে দেশ। জুলাই-আন্দোলনের রক্তাক্ত অধ্যায়ের পর অবশেষে শুরু হয়েছে জবাবদিহি—আর এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই শোনা যাচ্ছে বিচার-প্রক্রিয়ার পদধ্বনি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্য অনুযায়ী, গত ১১ মাসে পুলিশের বিরুদ্ধে সারাদেশে দায়ের হয়েছে ৭৬১টি মামলা, অভিযুক্ত এক হাজার ১৬৮ পুলিশ সদস্য। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৬১ জনকে।
টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানালেন—ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা, হত্যাকারী এবং ইন্ধনদাতাদের বিরুদ্ধেও চলছে তদন্ত। হত্যা মামলা ৬৩৮টি, আর সর্বমোট মামলা ১,৬০২টি। গ্রেপ্তার হয়েছেন ৮৭ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। তদন্তের ৭০ শতাংশে রয়েছে ‘সন্তোষজনক অগ্রগতি’।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শুরু হয়েছে বিচার। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে ৭৩ জন গ্রেপ্তার। তিনজনের বিরুদ্ধে গঠিত হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ, বিচার চলছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ—১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত আন্দোলনের সময় যারা অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছিলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলাই প্রত্যাহার করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।